বাটাজোর বি.এম. উচ্চ বিদ্যালয়

বাটাজোর, ভালুকা, ময়মনসিংহ।

842

মোট শিক্ষার্থী

1

মোট শিক্ষক বৃন্দ

7

মোট শ্রেণী সংখ্যা

17

মোট শাখা

প্রতিষ্ঠান প্রধানের বানী


আসসালামু আলাইকুম।
           সম্মানিত অভিভাবক/ অভিভাবিকা বৃন্দ, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তায়ালার প্রদত্ত জ্ঞান যা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে যা ইহকাল ও পরকালের কল্যাণ দান করে। সেই জ্ঞান আপনাদের দ্বার গোড়ায় পৌছে দেওয়ার জন্য বাটাজোর বি. এম. উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত। বাংলা শিক্ষার পাশাপাশি ইংরেজী ও নৈতিক শিক্ষার প্রতি সমান গুরুত্ত্ব দিয়ে পাঠ দান আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।

           আল্লাহ তায়ালা আপনাকে ও শিক্ষকবৃন্দকে আপনার সন্তান সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠার সহযোগী হিসেবে কবুল করুন। আমিন।


               প্রধান শিক্ষক
            মোঃ আঃ কদ্দুছ
 বাটাজোর বি.এম. উচ্চ বিদ্যালয়

                                                                                          

 

 

Why Choose Us

অভিজ্ঞ শিক্ষক

অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। বিষয় ভিত্তিক শিক্ষক কর্তৃক পাঠদান।

স্মার্ট ক্লাসরুম

আধুনিক উপকরণ সমৃদ্ধ মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিক্ষার্থীর পাঠ গ্রহণকে করে তরান্বিত।

ডিজিটাল হাজিরা

ডিজিটাল হাজিরার মাধ্যমে অভিভাবককে নিয়মিত হাজিরা তথ্য ও শিক্ষার্থীর অগ্রগতি পর্যালোচনা

আধুনিক বিজ্ঞানাগার

অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস

Address